মহান বিজয় দিবস উপলক্ষে দুইটা বেসিক প্রশ্ন অথবা ডিপ লেভেলের প্রশ্নের পোস্ট মর্টেম।
লিখেছেন লিখেছেন আমীর আজম ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৭:৩৯:১০ সন্ধ্যা
মেডিকেলের ভাইভাতে দুই ধরণের প্রশ্ন প্রচলিত।
- বেসিক প্রশ্ন।
- ডিপ লেভেলের প্রশ্ন।
কিন্তু দুই ধরণের প্রশ্নের কোন সীমারেখা নাই। একজনের কাছে যেটা বেসিক অন্যের কাছে সেটা ডিপ লেভেলের, আবার একজনের কাছে যেটা ডিপ লেভেলের অন্যের কাছে সেটা বেসিক হওয়ার সমূহ সম্ভাবনা আছে।
নিম্নোক্ত ঘটনা মেডিকেলে হরহামেশাই ঘটে থাকে .......
- দোস্ত পরীক্ষা কেমন দিলি।
- আরে আজকে তো ফাটায়ে দিছি রে। অনেক প্রশ্নের উত্তর দিছি। কিন্তু শেষের দিকে গিয়ে একটা ডিপ প্রশ্নের উত্তর পারি নাই। তবে পাশ করব এটা শিওর।
- কোনটা পারিস নাই দোস্ত।
- ( প্রশ্ন বলা হল)
- আরে এইটা পারিস নাই। এটা তো বেসিক প্রশ্ন। তোকে তো পাশ করানোই উচিৎ না।
পরীক্ষা শেষে দেখা গেল আসলেই সে পাশ করে নাই।
...................................
আজকে মহান বিজয় দিবস। সারাদিন খুব ঘটা করে উদযাপন করলাম। কিন্তু সকাল থেকেই দুইটা প্রশ্ন মাথায় খুব উঁকিঝুঁকি দিচ্ছে।
1. মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন এম.এ.জি. ওসমানী। সহজ কথায় যিনি মুক্তিযুদ্ধের সেনাপতি। কিন্তু পাকিস্তানের আত্মসমর্পণ দলিলে ওনার স্বাক্ষর নাই কেন.? শুধু তিনি না সেখানে কোন বাংলাদশীরই স্বাক্ষর নাই।
2. এই আত্মসমর্পণের দলিল বাংলাদেশে নাই কেন.? সেটা এখনো ভারতে কেন.?
এদেশের তরুণ প্রজন্মের কাছে কি এর কোন উত্তর আছে। অনেকের কাছে হয়তো তথ্য দূইটাই অজানা।
আমি দুঃখিত। প্রশ্ন দুইটা কারো কারো কাছে অত্যন্ত ডিপ লেভেলের মনে হতে পারে। কিন্তু এটা আসলে বেসিক প্রশ্ন হওয়া উচিৎ ছিল।
বিষয়: বিবিধ
১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন